Social Icons

Monday, January 4, 2016

বিশ্ব ইজতেমা : কোন জেলার মুসল্লিরা কোথায় অবস্থান নেবেন

নিজেস্ব প্রতিবেদক. গাজীপুর: গাজীপুরে সোনাবানের শহরখ্যাত টঙ্গীর তুরাগ (কহর দরিয়া) তীরে আগামী শুক্রবার ৮ জানুয়ারী বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় ধাপ শুরু হবে ১৫ জানুয়ারী শেষ হবে ১৭ জানুয়ারী। এবারের বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে ১৭টি জেলার মুসল্লি অংশ নেবে। দ্বিতীয় ধাপে অংশ নেবে ১৬টি জেলার মুসল্লি।

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিগণ নিজ নিজ জেলার নামে ভিন্ন ভিন্ন খিত্তায় অবস্থান নেবেন। সেখানেই তারা অবস্থান নিয়ে রাত্রী যাপন ও ইজতেমার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আখেরি মোনাজাত শেষে অনেকে দেশ বিদেশে জামায়াতে বের হবেন। আবার অনেকে ফিরে যাবেন বাড়ীতে।

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার ময়দান প্রায় ৯৫ ভাগ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন চলছে টুকিটাকি কাজ। এবারের বিশ্ব ইজতেমায় দেশের ৩২টি জেলার মুসল্লি অংশ নেবেন। তবে বিদেশি মুসল্লিরা প্রতিবছর অংশ নিতে পারবে বিশ্ব ইজতেমায়।
বিশ্ব ইজতেমায় দেশের যে ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে প্রথম ধাপে ঢাকা জেলা ১ থেকে ৬ নং খিত্তায়, শেরপুর ৭ নং খিত্তায়, নারায়ণগঞ্জ ৮ ও ১১ নং খিত্তায়, নীলফামারী ৯ নং খিত্তায়, সিরাজগঞ্জ ১০ নং খিত্তায়, নাটোর ১২ নং খিত্তায়, গাইবান্ধা ১৩ নং খিত্তায়, লক্ষীপুর ১৪ ও ১৫ নং খিত্তায়, সিলেট ১৬ ও ১৭ নং খিত্তায়, চট্টগ্রাম ১৮ ও ১৯ নং খিত্তায়, নড়াইল ২০ নং খিত্তায়, মাদারীপুর ২১ নং খিত্তায়, ভোলা ২২ ও ২৩ নং খিত্তায়, মাগুড়া ২৪ নং খিত্তায়, পটুয়াখালী ২৫ নং খিত্তায়, ঝালকাঠি ২৬ নং খিত্তায় এবং পঞ্চগড় ২৭ নং খিত্তায় অংশ নেবে।

এদিকে ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে ঢাকা জেলা ১ থেকে ৭ নং খিত্তায়, ঝিনাইদহ ৮ নং খিত্তায়, জামালপুর ৯ ও ১১ নং খিত্তায়, ফরিদপুর ১০ নং খিত্তায়, নেত্রকোনা ১২ ও ১৩ নং খিত্তায়, নরসিংদী ১৪ ও ১৫ নং খিত্তায়, কুমিল্লা ১৬ ও ১৮ নং খিত্তায়, কুড়িগ্রাম ১৭ নং খিত্তায়, রাজশাহী ১৯ ও ২০ নং খিত্তায়, ফেনী ২১ নং খিত্তায়, ঠাকুরগাঁও ২২ নং খিত্তায়, সুনামগঞ্জ ২৩ নং খিত্তায়, বগুড়া ২৪ ও ২৫ নং খিত্তায়, খুলনা ২৬ ও ২৭ নং খিত্তায়, চুয়াডাঙ্গা ২৮ নং খিত্তায় এবং পিরোজপুর ২৯ নং খিত্তায় অংশ নেবে ।

ঢাকা জেলার মুসল্লিরা ইজতেমায় দুই ধাপে অংশ নিতে পারবেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা আগামী বছর পরবর্তী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

No comments:

Post a Comment

 

Sample text

advertisement

your java script add here.

Sample Text

Sample Text

 
Blogger Templates